ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কে হবেন প্রভাসের প্রেমিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কে হবেন প্রভাসের প্রেমিকা? প্রভাস, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট

‘তিন বছর আগেই একটি বলিউড ছবি করার কথা চূড়ান্ত করেছি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজে মুখেই বলেছিলেন প্রভাস। এর মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।

শোনা যাচ্ছে- রোমান্টিক ঘরানার ছবিতে প্রভাসের নায়িকা হিসেবে পাওয়া যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মজার ব্যাপর হলো- দীপিকা যদি প্রস্তাবটি ফিরিয়ে দেন তাহলে সেটি চলে যাবে ক্যাটরিনা কাইফ অথবা আলিয়া ভাটের কাছে। এখন দেখার অপেক্ষা কোন নায়িকার সঙ্গে বলিউড অভিষেক হয় প্রভাসের।

‘সাহো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাস। এতে তার সহশিল্পী বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।