ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডাব্বুর ক্যামেরায় ধরা দিলেন বিশ্বসুন্দরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ডাব্বুর ক্যামেরায় ধরা দিলেন বিশ্বসুন্দরী ডাব্বু রতনানি ও মানুষী ছিল্লার

ভারতের জনপ্রিয় আলোকচিত্রী ডাব্বু রতনানি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ, ঐশ্বরিয়া রাই বচ্চন তার ক্যামেরার সামনে সকলেই হয়ে ওঠেন অনন্য।

প্রতি বছরই তার তৈরি সেলিব্রিটি ক্যালেন্ডারে মেলে নতুন স্বাদ। তার ক্যামেরার সামনে যেমন পোজ দিতে মুখিয়ে থাকেন তারকারা, তেমনই তা দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা।

এবার সেই ডাব্বু রতনানির ক্যালেন্ডারের নয়া সংযোজন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ডাব্বু। যেখানে তিনি জানিয়েছিলেন, তার সেলিব্রিটি ক্যালেন্ডারের এবারের চমক বিশ্বসুন্দরী মানুষী।

ছবি: সংগৃহীতএরই মধ্যে ক্যালেন্ডারের জন্য ফটোশুটও সেরে ফেলেছেন মানুষী। সেই শুটের দুইটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, ডাব্বুর সঙ্গে এক চেয়ারে বসে রয়েছেন তিনি।

গত ১৮ নভেম্বর চীনের সমুদ্র সৈকতের শহর সানইয়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে মানুষীর মাথায় পরিয়ে দেওয়া হয় ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।