ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এ বছরই বাজবে প্রভাসের বিয়ের সানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জানুয়ারি ২০, ২০১৮
এ বছরই বাজবে প্রভাসের বিয়ের সানাই প্রভাস

এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এমনটাই তথ্য জানিয়েছেন প্রভাসের চাচা অভিনেতা কৃষনাম রাজু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাসের চাচা কৃষনাম রাজুর কাছে জানতে চাওয়া হয়, প্রভাসের বিয়ে কবে? এর জবাবে তিনি বলেন ‘সাক্ষাৎকারের মাঝে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব অস্বস্তিকর। তবে এই বছরেই বিয়ে করবেন তিনি।

খুব শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। ’

চাচা কৃষনাম রাজুর সঙ্গে প্রভাস‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর নাকি ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। তবে শেষ পর্যন্ত তিনি কাকে জীবনসঙ্গীনি হিসেবে বেছে নেবেন তা জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

‘সাহো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত প্রভাস। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।    

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।