ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
১০৩ প্রেক্ষাগৃহে শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’ ‘চালবাজ’ ছবির দৃশ্যে শাকিব খান ও শুভশ্রী

বাংলাদেশে মুক্তি পেলো কলকাতার ছবি ‘চালবাজ’। শুক্রবার (২৭ এপ্রিল) সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

ঢাকার ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা, শ্যামলী, এশিয়া, আনন্দ, সনি, গীত, রাজমনী, পুনম, চিত্রামহল-এ ছবিটি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দেশের ছোট-বড় মোট ১০৩ প্রেক্ষাগৃহে শাকিব-শুভশ্রী জুটির দ্বিতীয় ছবিটি মুক্তি পেয়েছে।

শাকিব খান ও শুভশ্রী

এ প্রসঙ্গে শুক্রবার (২৭ এপ্রিল) ‘চালবাজ’ ছবির আমদানিকারক প্রযোজক ও পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বাংলানিউজকে বলেন, “ঢাকা ও ঢাকার বাইরে মোট ১০৩ প্রেক্ষাগৃহে ‘চালবাজ’ মুক্তি দেওয়া হয়েছে। পরের সপ্তাহে আরও কিছু নতুন হল যুক্ত হবে। প্রেক্ষাগৃহের মালিকদের ছবিটির প্রতি অনেক আগ্রহ ছিলো তাই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে।

গত ২০ এপ্রিল কলকাতার ৯৩ হলে মুক্তি পায় ‘চালবাজ’। এর এক সপ্তাহ পর বাংলাদেশে ছবিটি মুক্তি পেলো।

‘চালবাজ’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে ছবিটি আমদানি করেছে এন ইউ ট্রেডার্স।

শাকিব-শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন সুব্রত, রেবেকা, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

*'চালবাজ' ছবির ট্রেলারবাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
জেআইএম/বিএসকে

** কলকাতার এক সপ্তাহ পর বাংলাদেশে ‘চালবাজ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।