ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সিয়ামের গুরু সালমান শাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, মে ১৭, ২০১৮
সিয়ামের গুরু সালমান শাহ সালমান শাহ'র ছবির পাশে সিয়াম

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ। তার চলে যাওয়ার ২১ বছর পার হয়েছে। কিন্তু এতোদিনেও এই নায়কের জনপ্রিয়তা একটুও কমেনি। নব্বই দশকের নন্দিত এই অভিনেতা ভক্তদের হৃদয়ে এখনও উজ্জ্বল।

এবার সালমান ভক্ত হয়ে হাজির হতে যাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। পর্দায় সালমান শাহকে নিয়ে নেচে-গেয়ে দর্শক মাতাবেন চলচ্চিত্রের নবাগত এই নায়ক।

সিয়ামের প্রথম ছবি ‘পোড়ামন ২’-এ রয়েছে সালমান শাহকে নিয়ে একটি গান। যার শিরোনাম ‘নাম্বার ওয়ান হিরো’। গানটিতে সালমানের মতো পোশাক পরে হাজির হয়েছেন তরুণ এই অভিনেতা। 'গুরু' বলেও সম্মান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মে) রায়হান রাফি পরিচালিত ছবিটির এই গান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়ক আকাশ ও কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।

আসন্ন ঈদে ‘পোড়ামন ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা।

*** ‘নাম্বার ওয়ান হিরো’ গানের লিংকবাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।