ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এখনও ছাড়পত্র মেলেনি ‘সুপার হিরো’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এখনও ছাড়পত্র মেলেনি ‘সুপার হিরো’র 'সুপার হিরো' ছবির দৃশ্যে শাকিব খান ও শবনম বুবলী

আগেই ঘোষণা আসে ঈদে মুক্তি পাবে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। তবে আসন্ন ঈদে মুক্তির মিছিলে থাকা অন্য ছবিগুলো ছাড়পত্র পেলেও এ ছবিটি সেন্সর বোর্ডেই জমা পড়েছে রোববার (১০ জুন)। ফলে ছাড়পত্রের অপেক্ষা বাড়লো।

পরিচালক আশিক বাংলানিউজকে বলেন,  ‘সুপার হিরো’র আয়োজন ও বাজেট বড়। তাই টুকিটাকি অনেক বিষয় গুছিয়ে আনতে সময় লেগেছে।

যার ফলে সেন্সর বোর্ডে জমা দিতেও দেরি হয়েছে। তবে আশা করছি শিগগিরই ছাড়পত্র পেয়ে যাবো।

এদিকে সোমবারও (১১ জুন) সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনী হয়নি। ঈদের আগে সরকারি কার্যদিবস আছে মাত্র দু’টি। এরমধ্যে ‘সুপার হিরো’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই কেবল ছবিটির ঈদে মুক্তি মিলবে।

বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বাংলানিউজকে বলেন, সেন্সর বোর্ড থেকে যত দ্রুত সম্ভব ছাড়পত্র দেওয়ার চেষ্টা থাকবে।

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে।

ঈদের মুক্তির তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো- ‘পোড়ামন ২’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘কমলা রকেট’।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
জেআইএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।