ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

লুশা মির্জা ও বিজয় মামুনের ‘পাশাপাশি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, জুন ১৫, ২০১৮
লুশা মির্জা ও বিজয় মামুনের ‘পাশাপাশি’ 'পাশাপাশি' মিউজিক ভিডিওর একটি দৃশ্য

ক্লাসিক সংগীতশিল্পী লুশা মির্জা ও ব্যান্ড সংগীতশিল্পী বিজয় মামুন ‘পাশাপাশি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি ই-নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

‘পাশাপাশি’ গানটির কথা লিখেছেন আমিনুল ইসলাম। সুর ও সংগীত বিজয় মামুন নিজেই।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

এ প্রসঙ্গে শিল্পী লুশা মির্জা বলেন, শিল্পী বিজয় মামুনের সঙ্গে এটিই ছিল আমার প্রথম কাজ। একজন ভালো শিল্পী হওয়ার পাশাপাশি খুব আন্তরিক একজন মানুষ তিনি। কাজটি করে আমি খুব আনন্দ।

বিজয় মামুন বলেন, আমি লুশা মির্জার গান আগেও অনেক শুনেছি। সংগীতাঙ্গনে তার সুনাম রয়েছে। তিনি দেশের বাইরে থাকায় তার সঙ্গে কাজ করতে আমাকে অপেক্ষা করতে হয়েছিলো। আর এতো সুন্দর মিউজিক ভিডিওটি নির্মাণ করার জন্য ইয়ামিন ইলানকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি ‘পাশাপাশি’ গানটি সবার ভাল লাগবে।

**'পাশাপাশি' মিউজিক ভিডিও
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।