ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

‘আংকেল’ ডাক পছন্দ নয় সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৩, জুলাই ৮, ২০১৮
‘আংকেল’ ডাক পছন্দ নয় সালমানের সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান। ছবিতে অভিনয়ের সময় টাইগার (এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়), সুলতান (সুলতান), লাভলি সিং (বডিগার্ড), প্রেম (প্রেম রতন ধন পাও), সিকান্দার (রেস থ্রি) কতো নামই না ব্যবহার করে থাকেন তিনি।

সল্লু ও ভাইজান নামেও সম্বোধন করা হয়ে থাকে বলিউডের এই সুপারস্টারকে। তবে সালমানকে যে নামেই ডাকা হোক না কেনো তাতে তার কোনো আপত্তি নেই।

শুধু ‘আংকেল’ বলে কখনও সম্বোধন করা যাবে না তাকে। কারণ এই ডাকটি মোটেও পছন্দ নয় ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকার।

সম্প্রতি নিজের সঞ্চালিত অনুষ্ঠান ‘দশ কা দম’-এ সালমান নারী দর্শকদের প্রশ্ন করেন কতো শতাংশ নারীর আন্টি ডাকটি অপছন্দ? এর প্রেক্ষিতেই সালমান বলেন, আংকেল ডাকটি তার খুব অপছন্দের।

এদিকে, গত বছর ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জুড়ুয়া টু’ ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন সালমান। সেসময় তাকে আংকেল বলে সম্বোধন করেছিলেন বরুণ ধাওয়ান। আর তাতে ক্ষেপে গিয়ে তাকে চড় দিতে গিয়েছিলেন সল্লু। যদি সেটি ছিলো মজা।    
 
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।