ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

যতবার দেখি ততবারই চোখে পানি আসে: অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, জুলাই ১৮, ২০১৮
যতবার দেখি ততবারই চোখে পানি আসে: অমিতাভ বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চন

বাবা অমিতাভ বচ্চনের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন শ্বেতা বচ্চন। কয়েকদিন আগে বাবার সঙ্গে জুটি বেধে কাজ করেছেন ভারতের জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড কল্যানির একটি বিজ্ঞাপনে।

বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চনমঙ্গলবার (১৭ জুলাই) টুইটারে কল্যানি জুয়েলারির ওই বিজ্ঞাপনটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। যেখানে দেখা যাচ্ছে- বাস্তব জীবনের মতোই বাবার দেখভাল করছেন শ্বেতা।

বাবা পড়ে গেলে তাকে সামলাচ্ছেন, আবার তার ধুলোমাখা চশমাটিও নিজের ওড়না দিয়ে মুছে দিচ্ছেন।

শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘এটি একটি আবেগঘন মুহূর্ত আমার জন্য। যতবার দেখি চোখে পানি চলে আসে। মেয়েরাই সেরা। ’

বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চনযশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখ।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।