‘ব্যা-আক্কেল’ নাটকের দৃশ্য
অর্থকষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পেয়েছে। এরপর রগচটা বউ সামিয়াকে নিয়ে বাজারে যাওয়ার পরিকল্পনা করে সে। কিন্তু পথিমধ্যে বেআক্কেলের মতো পুরো বেতন দিয়ে একটা ছাগল কিনে ফেলে লোকটি।
মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ানো ছাগলটা অস্থির করে তুললেও তার প্রতি কোথায় যেন একটা মায়ার টানও অনুভব করে দু’জনে।
এই গল্প নিয়ে সাজানো হয়েছে ঈদুল আজহার নাটক ‘ব্যা-আক্কেল’।
এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ ও জয়রাজ।
একঘণ্টার নাটকটি লিখেছেন আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ। পরিচালনায় মেহেদী হাসান সোমেন। তারা জানিয়েছেন, দীপ্ত টিভির পাঁচ দিনের ঈদুল আজহার আয়োজনে থাকছে ‘ব্যা-আক্কেল’।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।