৩৪ বছরে ক্যারিয়ারে অভিনয় করেছেন, ‘রাম-লক্ষ্মণ’ (১৯৮৯), ‘পারিন্দা’ (১৯৮৯), ‘ত্রিদেব’ (১৯৮৯), ‘কিশেন কানহাইয়া’ (১৯৯০) ‘প্রহর’ (১৯৯১), ‘দিল ’ (১৯৯০), ‘সাজান’ (১৯৯১), ‘বেটা’ (১৯৯২), ‘খলনায়ক’ (১৯৯৩), ‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪) এবং ‘রাজা’র (১৯৯৫) মতো অসংখ্য ব্লকবাস্টার ছবিতে।
বয়স পঞ্চাশের কোঠা পার হলেও তার সৌন্দর্য আজও মুগ্ধ করে সকলকে।
মাধুরীর অভিনয় সিনেপ্রেমীদের মনে ঝড় তুললেও বাবা-মায়ের মনে সারাক্ষণ চিন্তা থাকতো মাধুরীর জন্য। তারা ভাবতেন, মেয়ে ছবিতে অভিনয় করছেন। তার আর কখনও বিয়েই হবে না। তাই অল্প বয়সেই তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
জানা গেছে- গায়ক সুরেশ ওয়াড়কারের কাছে মাধুরীকে বিয়ের প্রস্তাব পাঠান তার বাবা-মা। কিন্তু বলিউডের এই সুন্দরীর বয়স সেসময় ছিলো মাত্র ১২ বছর এবং তিনি বেশ রোগা ছিলেন। আর এ কারণেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন সুরেশ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বিএসকে