অন্যদিকে আরেক তরুণী মিথিলা গ্রামের সহজ সরল একজন মেয়ে। কিন্তু বাস্তবতার বেড়াজালে তাকে খারাপ পথে নামতে হয়।
সমাজের এমন কিছু ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সুবোধ’। এতে বসু চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মিথিলা চরিত্রে কাজী নওশাবা আহমেদ ও ইভা চরিত্রে এ্যানি খান। নাটকটিতে আরও অভিনয় করছেন প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতু প্রমুখ।
কারুকাজ প্রোডাকশনের ব্যানারে ‘সুবোধ’ নির্মাণ করছেন মামুন খান। উদয় অনির্বানের গল্পে নাটকটির চিত্র্যনাট্য লিখেছেন শুভ্র সরখেল।
নাটকটি প্রসঙ্গে নওশাবা বলেন, ‘সুবোধ’র গল্পে আমি গ্রামের একজন সাধারণ মেয়ে। যে কিনা শহরে এসে সারভাইভ করতে না পেরে ছিনতাইসহ নানারকম অপরাধে জড়িয়ে যায়। এই ধরণের চরিত্রে প্রথম কাজ করছি।
আসন্ন ঈদুল আজহায় বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
বাংলাদেশস সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে