ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

এবার সুমনের ‘বদনাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুলাই ২৫, ২০১৮
এবার সুমনের ‘বদনাম’ এফ এ সুমন

‘বুকের ছাউনি দিয়ে ডেকে তোরে দিয়েছি ছায়া/ পাঁজর থেকে মন কেটে তোকে করেছি মায়া’ এমন কথামালায় নতুন গান বাঁধলেন সংগীতশিল্পী এফ এ সুমন। আসন্ন ঈদুল আজহায় গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পাবে।

‘বদনাম’  শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ্।

গানটি প্রসঙ্গে সুমন বলেন, আমি যে ধরণের গান করি ‘বদনাম’ তার থেকে একটু আলাদা। গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। খুব সহজে শ্রোতাদের আকর্ষণ করবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

তিনি আরও জানান, অ্যালবামের পাশাপাশি সিঙ্গেল ট্র্যাকে নতুন এই গানটি গেয়েছেন। মূলত ঈদ উপলক্ষেই গানটি তৈরি করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।