শুধু অভিনয় নয়, জাতিসংঘের পরিবেশ বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন দিয়া মির্জা। এরই অংশ হিসেবে কেনিয়ার লাইকিপিয়ার ওআই পেজেতা কন্সার্ভেন্সি ভ্রমণ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে দিয়া ফেসবুকে লিখেছেন, “আমি ধন্যবাদ জানাতে চাই হামিদ হুসাইন, মোহাম্মাদ ইয়াকুব এবং পুরো ওআই পেজেতা কন্সার্ভেন্সি টিমকে। সেই সঙ্গে রিচার্ড, সারাহ ও এলোডিকে আমার নামের বেবি রাইনোর (গণ্ডার) নামকরণের জন্য। দয়া করে সবাই হামিদ এবং রিচার্ডকে বন্য পশুপাখিদের জীবন রক্ষার লক্ষ্যের জন্য সাহায্য করুন। ওআই পেজেতা কন্সার্ভেন্সিতে ভ্রমণ করুন….”
এর আগে ২০১০ সালে দিয়া মির্জা অশোকা ও নক্ষত্র নামের দুটি লিওপার্ড (চিতাবাঘ) শাবক লালন-পালন করেছিলেন। ওই দুটি শাবককে তিনি লখনৌ চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে নিয়ে এসেছিলেন। ঐ দুটি শাবকের মায়ের নামও দিয়া রাখা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
বিএসকে