এর অংশ হিসেবে দেশের ৮ জন নির্মাতা নির্মাণ করছেন ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবকটিতেই উঠে এসেছে নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা।
এই নির্মাতারা ‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’ স্লোগান নিয়ে ক্যামেরা আর গল্পে নিজ অর্থে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো তৈরি করছেন।
চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আফজাল হোসেন মুন্নার ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল’ (অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা), জসীম আহমেদের ‘চকোলেট’ (গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম), সাকি ফারজানার ‘দ্য পার্ক, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গার্ল’, প্রতীক সরকারের ‘মুখোশ’ (ইন্তেখাব দিনার), আশিকুর রহমানের ‘অসম্ভাবিত’ (মৌসুমী হামিদ, শতাব্দী ওয়াদুদ), রাজু আহসানের ‘লিপস্টিক’ (জয়রাজ, তারিন রহমান), আসিফ খানের ‘দ্য মাদার’ এবং আর খিজির হায়াত খানের পিএসএ’র নাম ‘সে নো টু রেপ’।
‘#আই স্ট্যান্ড ফর ওমেন’ উদ্যোগের টিজারবাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জেআইএম/