এদিকে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা জয়া আহসান। একাধারে বাংলাদেশ ও কলকাতার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
দুই প্রজন্মের এই দুই নায়িকা এবার একসঙ্গে বসছেন বিচারকের আসনে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার বিচারক থাকছেন তারা। রোববার (১৭ সেপ্টেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তথ্যটি জানানো হয়।
চম্পা-জয়া ছাড়াও জুরি বোর্ডে আরও থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, চিত্রনায়ক আলমগীর ও অভিনেতা আফজাল হোসেন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের খুঁজে বের করবেন এই তারকারা।
এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তিনবার এ কার্যক্রম চালিয়েছে। ২০১৮ সালে শুরু হলো ‘নতুন মুখের সন্ধানে’র চতুর্থ আসর।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
জেআইএম