ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

কারিনা কাপুরের প্রথম অতিথি সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, সেপ্টেম্বর ২৫, ২০১৮
কারিনা কাপুরের প্রথম অতিথি সানি লিওন কারিনার কাপুর ও সানি লিওন

প্রথমবার রেডিও শো নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগামী ডিসেম্বর থেকে শোটি প্রচারে আসবে।

এতে তারকাদের সঙ্গে নানা দিক নিয়ে কথা বলবেন বেবো। দুই সপ্তাহ আগে শোটির জন্য একটি ফটোশুটেও অংশ নিয়েছিলেন সাইফ পত্নী।

চমকপ্রদ তথ্য হচ্ছে রেডিওতে কারিনার প্রথম অতিথি হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। সোমবার (২৪ সেপ্টেম্বর) কারিনার প্রথম শোটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে সুবুরবান স্টুডিওতে।  

শোর ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, দুপুর ২টা থেকে প্রায় ৩০ মিনিট ধরে শোটি রেকর্ড হয়। শোতে দুজনই তাদের ক্যারিয়ার, সংসার ও সন্তানদের নিয়ে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।