ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সজল-মমর ‘হৃদয় ঘটিত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সজল-মমর ‘হৃদয় ঘটিত’ সজল ও মম

রাফি একজন যাদুকর। এদিকে পুতুল সংসারে দায়িত্ববান মেয়ে। রাফির আপত্তির পরও তাকে ভালোবাসেন।

কিন্তু রাফির পছন্দ সমাজের বনেদি পরিবারের মেয়ে এবং মডেল শার্লিকে। যে কিনা রাফির দেয়া উপহার প্রত্যাখ্যান করে।

হঠাৎ একদিন জীবনে প্রথমবারের মতো মঞ্চে জাদু দেখানোর প্রস্তাব আসে রাফির কাছে। তবে এজন্য দরকার একজন মডেলের। সাগরেদ রবি পুতুলকে নেওয়ার কথা বলেন। কিন্তু রাফি চান মডেল হবেন শার্লি।

এরপর কী ঘটবে তা জানা যাবে নাটক ‘হৃদয় ঘটিত’তে। মাহমুদ দিদারের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন লিপি আইচ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জাকিয়া বারী মম, খলিলুর রহমান কাদরী, প্রিয়াঙ্কা জামান, রাশেদ মামুন প্রমুখ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।