শুধু তাই নয়, একই অভিযোগে সিনেমাটি থেকে ছিটকে পড়েছেন পরিচালক সাজিদ খান।
তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ফারহাদ সামজি।
কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘হাউসফুল ফোর’-এ নানার জায়গায় নির্মাতারা সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের কথা ভাবছেন। কিন্তু সঞ্জয় অন্য সিনেমায় ব্যস্ত থাকায় এই সিনেমাটিতে কাজ করার সম্ভাবনা কম। তাই অনিল কাপুরকে চূড়ান্ত করার কথা ভাবছেন নির্মাতা।
'হাউসফুল ফোর' সিনেমায় অভিনয় করছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, শারাদ কেলকার, পূজা হেডজ, কৃতি খারবানদা ও কৃতি শ্যানন। এছাড়া নানা পাটেকরের চরিত্রে খুব শিগগিরই নতুন কাউকে নেওয়া হবে বলে জানা যায়।
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ‘হাউসফুল’। ২০১০ সালে মুক্তি পায় ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে দ্বিতীয় ও সবশেষ ২০১৬ সালে মুক্তি পায় এর তৃতীয় কিস্তি মুক্তি পায়
পুনর্জন্মের গল্প নিয়ে এবার নির্মিত হচ্ছে ‘হাউসফুল ফোর’। সিনেমাটি ২০১৯ সালের অক্টোবরে দিওয়ালীতে মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
জেআইএম