ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘অতল জলের গহীনে’ শখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, অক্টোবর ১৭, ২০১৮
‘অতল জলের গহীনে’ শখ! অভিনেত্রী শখ

ঢাকা: এক ধরনের ভয়ানক মানসিক ব্যাধি স্যাডিজমে আক্রান্ত শখ! আর এজন্য প্রায়শই তিনি উন্মাদের মতো আচরণ করেন। যখনই কারও কাছে তার অবদমিত প্রত্যাশা ব্যর্থ হয়, তখনই তিনি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক আঁকেন।
 
 

‘অতল জলের গহীনে’ নামে একটি টেলিফিল্মে এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শখকে। কমল খোন্দকারের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন সরদার রোকন।

এতে আরও অভিনয় করেছেন সজল, এস এম মহসনি, নাফজি প্রমুখ।  

টেলিফিল্মটি প্রসঙ্গে নির্মাতা সরদার রোকন বাংলানিউজকে বলেন, স্যাডিজম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আবহমান কাল থেকে বাসা বেঁধে আছে। স্যাডিজমের কারণে একজন মানুষ যে কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারে, গল্পে দর্শকেরা তা দেখতে পারবেন।  

আগামী ২৪ অক্টোবর (বুধবার) দুপুর আড়াইটায় চ্যানেল আইতে ‘অতল জলের গহীনে’ টেলিফিল্মটি প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমআরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।