ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজার বিশেষ নাটক ‘ইতি কুহক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
দুর্গাপূজার বিশেষ নাটক ‘ইতি কুহক’ জোভান ও প্রভা

নেপালের নাগরকোটে ঘুরতে গিয়ে হঠাৎ কুহকের সাথে পরিচয় হয় সারাফাতের। দেখা হবার এক সপ্তাহের মধ্যে দু’জনের মধ্যে প্রেম হয়ে যায়।

স্বপ্নের মত দিন কাটাতে থাকেন তাদের। এক পর্যায়ে ওই রিসোর্টে এসে হাজির হয় আরেকজন ব্যক্তি।

যে নিজেকে কুহকের স্বামী হিসেবে দাবি করেন। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘ইতি কুহক’। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, ফারহান আহমেদ জোভান, এফ. এস. নাঈম, নাবিলা, টুটুল চৌধুরী, মাহাবুব শাহীন প্রমুখ।

‘ইতি কুহক’ শুক্রবার (১৯ অক্টোবর) রাত ৯টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।