ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের ‘মকো মালয়েশিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, অক্টোবর ২২, ২০১৮
মোশাররফ করিমের ‘মকো মালয়েশিয়া’ মোশাররফ করিম

খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক দিয়েও মোশাররফ করিম দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তার বেশকিছু ধারাবাহিক নাটক টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।

জনপ্রিয় এই অভিনেতা এবার হাজির হচ্ছেন নতুন আরেকটি ধারাবাহিক নাটক নিয়ে। শামীম জামান পরিচালিত ধারাবাহিকটির নাম ‘মকো মালয়েশিয়া’।

এটি রচনা করেছেন আকাশ রঞ্জন। আগামী শুক্রবার (২৬ অক্টোবর) থেকে প্রতি সপ্তাহের শুক্র, রোব, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার।

৪০ পর্বের এ ধারাবাহিককে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা, বন্যা মির্জা, আইরিন আফরোজ, জুই করিম, জেনিম সানজিদা তন্ময় প্রমুখ।

বাংলাদেশে সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।