এতে গণেশ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। গল্পে তিনি একজন মাছের আড়তদার।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ‘ডেব্রি অব ডিজায়ার’র চিত্রনাট্য। এ সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও রয়েছেন কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।
‘ডেব্রি অব ডিজায়ার’ প্রসঙ্গে সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক জসীম আহমেদ বাংলানিউজকে বলেন, ব্রাত্য বসু একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি সিনেমাটির কলকাতার অংশের কিছু শুটিং হয়েছে, যাতে মূলত কলকাতার শিল্পিরাই অংশ নিয়েছেন। ইনডোরের কিছু কাজ আছে ঢাকায়। জানুয়ারিতে বাংলাদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় শুটিং হবে।
ইন্দ্রনীল রায় চৌধুরীর সঙ্গে মিলে এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’।
এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর পর বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী অপি করিম। ২০০৪ সালের মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিলো।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জেআইএম