ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এবার ভিডিওতে প্রত্যয় খানের ‘অপরাধী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, ডিসেম্বর ১৪, ২০১৮
এবার ভিডিওতে প্রত্যয় খানের ‘অপরাধী’ ভিডিওতে প্রত্যয় খানের ‘অপরাধী’, ছবি: সংগৃহীত

এবার ‘অপরাধী’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে দর্শক শ্রোতামহলে এলেন সঙ্গীতশিল্পী প্রত্যয় খান।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার কণ্ঠের ‘অপরাধী’ গানটির এক্সক্লুসিভ ভিডিও। গল্পনির্ভর এ ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

আর এতে মডেল হয়েছেন সুস্মিতা, অনন্য ও প্রান্ত।

অবশ্য ‘অপরাধী’ নামটা শুনলে যে কেউ ধরে নিতে পারেন আরমান আলিফকে। কারণ, এ শিরোনামে গাওয়া তার গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার ঘটেছে ব্যতিক্রম। গানের শিরোনাম এক হলেও গীতিকার, সুরকার, শিল্পী একেবারেই আলাদা!

প্রত্যয়ের কণ্ঠের এ গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় নিজেই।  

তবে কি আরমান আলিফের ‘অপরাধী’ গানের জনপ্রিয়তার সূত্র ধরে একই নামে গান গাইলেন সঙ্গীতের প্রশংসিত নাম প্রত্যয় খান!
 
এমন প্রশ্নের জবাবে প্রত্যয় খান জানান, অপরাধী নামের এ গানটির অডিও এবং লিরিক ভিডিও প্রকাশ পায় গত বছর (২০১৭)। তখন বেশ সাড়া ফেলে গানটি। এরপর চলতি বছরে এসে এর ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা করে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। মাঝে (চলতি বছরের এপ্রিল) আরমান আলিফের ‘অপরাধী’ গানটি প্রকাশের পর সেই উদ্যোগ স্থগিত করা হয়। কারণ, একই নামে কাছাকাছি সময়ে ভিডিও প্রকাশ করতে চায়নি প্রতিষ্ঠানটি। অবশেষে সম্প্রতি প্রথম ‘অপরাধী’ গানটির নতুন ভিডিও প্রকাশ পেল।

ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া মিলছে শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে। এমনটাও জানালেন প্রত্যয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ওএফবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।