ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘লাভ আজকাল টু’তে কার্তিক-সারা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, ডিসেম্বর ২৬, ২০১৮
‘লাভ আজকাল টু’তে কার্তিক-সারা! সারা আলী খান ও কার্তিক আরিয়ান

চলতি বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন সাইফকন্যা সারা আলী খান। শুক্রবার (২৮ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। এতে তার নায়ক রণবীর সিং।

এবার শোনা যাচ্ছে ‘সনু কে টিটু কি সুইটি’খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে নাকি অভিনয় করতে যাচ্ছেন সারা। এরই মধ্যে ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল টু’তে তাদের চুক্তিবদ্ধ হওয়ার গুঞ্জনও রয়েছে।

যদিও বিষয়টি নিয়ে এখনো অফিসিয়াল কোন ঘোষণা আসেনি।

এদিকে সম্প্রতি করণ জোহরের একটি টক শো’তে মজার করে সারা জানান, তিনি কার্তিকের সঙ্গে ডেট করতে চান। এরপর থেকেই তাদের একসঙ্গে অভিনয় করার বিষয়টি সামনে আসে।

কার্তিক বর্তমানে দীনেশ ভাইজানের ‘লুকা ছুপি’ সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে কৃতি স্যনন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।