ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রাঙামাটির নয়নাভিরাম দৃশ্যায়নে হাবিবের ‘আনমনা মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, জানুয়ারি ২, ২০১৯
রাঙামাটির নয়নাভিরাম দৃশ্যায়নে হাবিবের ‘আনমনা মন’ হাবিব ওয়াহিদ

দেশের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও এখন নিয়ম করে গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ।

তারই ধারাবাহিকতায় সোমবার (০১ জানুয়ারি) রাত ৮টায় ‘এইচডব্লিউ প্রোডাকশনস’ থেকে ‘আনমনা মন’ শিরোনামের একটি গান প্রকাশ করে নতুন বছরকে স্মরণীয় করে রাখলেন হাবিব।

মামুন মুজিবের কথায় ‘আনমনা মন’ গানটি গাওয়ার পাশাপাশি সুর-সঙ্গীতায়োজন করেছেন যথারীতি হাবিব নিজেই।

বুধবার (০২ জানুয়ারি) বিকেলে হাবিব ওয়াহিদ বাংলানিউজকে বলেন, রাঙামাটির বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যায়নে গানটির শুটিং হয়েছে। দর্শক-শ্রোতাদের ভালো লাগার বিষয়টি মাথায় নিয়েই তো গান তৈরি করি। তারা পছন্দ করলেই কাজটি সার্থক হয়।

হাবিবের পরিকল্পনায় ‘আনমনা মন’র ভিডিওটি নির্মাণ করেছেন তারেক আজিজ মিশুক। এতে হাবিব ওয়াহিদ-নুসরাত জাহান জেরি ছাড়াও কোয়েল চাকমা, মিশুক শর্মা, শাওন মংসং ও বালুক চাকমার উপস্থিতি রয়েছে।

**‘আনমনা মন’র ভিডিওবাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, জানুয়ারি ০২, ২০১৯
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।