ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘কিক টু’তে সালমানের নায়িকা দিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জানুয়ারি ১৫, ২০১৯
‘কিক টু’তে সালমানের নায়িকা দিশা! সালমান খান ও দিশা পাতানি

খুব শিগগিরই নির্মিত হতে যাচ্ছে সালমান খান অভিনীত ব্যবসা সফল সিনেমা ‘কিক’র সিক্যুয়েল। শোনা যাচ্ছে এই সিনেমায় ‘ভাইজান’র নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী দিশা পাতানি।

সালমান খানের ‘ভারত’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন দিশা। তবে এই সিনেমাটির মুক্তির আগেই নাকি ‘কিক টু’তে সালমানের নায়িকা হিসেবে কাজ শুরু করবেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’-এ সালমানের বিপরীতে জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করলেও সিক্যুয়াল থেকে তিনি বাদ পড়ছেন। তার জায়গায় দেখা যাবে দিশাকে।

সূত্র জানায়, এরই মধ্যে দিশা পাতানির সঙ্গে সিনেমাটির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার চূড়ান্ত কথা হয়েছে। দু’জনকে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে।

এদিকে একই পরিচালকের ‘বাঘি থ্রি’ সিনেমাতেও দিশার অভিনয় করার কথা রয়েছে। তবে কোন সিনেমাটি আগে শুরু হচ্ছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।