ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রেক্ষাগৃহে ‘রাত্রির যাত্রী’র বিপরীতে ‘ফাগুন হাওয়ায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
প্রেক্ষাগৃহে ‘রাত্রির যাত্রী’র বিপরীতে ‘ফাগুন হাওয়ায়’ ‘ফাগুন হাওয়ায়’ ও ‘রাত্রির যাত্রী’র পোস্টার

নতুন বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমা মুক্তির সংখ্যা বেড়েছে। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও মুক্তি পেলো দুইটি সিনেমা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ বিপরীতে মুক্তি পেয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’।

‘ফাগুন হাওয়ায়’
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। টিটু রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’র অনুপ্রেরণায় সিনেমাটি নির্মিত হয়েছে।

এতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। দু’জনকেই দেখা যাবে ভাষা সৈনিকের ভূমিকায়। 'ফাগুন হাওয়ায়'র হল লিস্টতিশা-সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্যও করেছেন তৌকীর আহমেদ নিজেই।

দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পেয়েছে।

‘রাত্রির যাত্রী’
শুটিং শুরু হওয়ার প্রায় পাঁচ বছর পর মুক্তি পেলো হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আনিসুর রহমান মিলন। দেশের মোট ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

এর গল্পে দেখা যাবে, এক রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ একজনের টানে ছুটে আসেন এক নারী। কিন্তু তার অপেক্ষা আর শেষ হয় না। ক্রমেই নানা জটিলতার মধ্যে পড়ে যান তিনি। ‘রাত্রির যাত্রী’র হল লিস্ট

সিনেমাটিতে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, রেবেকা, মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সোনিয়া হোসেন, শিমুল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।