ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দর্শকের এতো সাড়া পাবো ভাবিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
দর্শকের এতো সাড়া পাবো ভাবিনি সোহেল আরমান ও ‘নয় অভিনয়’র পোস্টার

ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ পেয়েছে সোহেল আরমান পরিচালিত নাটক ‘নয় অভিনয়’। নাটকটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। মাত্র চারদিনে এটি ইউটিউবে ১০ লাখেরও বেশি ভিউ পার করেছে।

এদিকে ১ ফেব্রুয়ারি তারই আরেকটি নাটক ‘মাফলার’ ইউটিউবে প্রকাশ পায়। এই নাটকটি এরই মধ্যে ২১ লাখ বার দেখা হয়েছে।

দু'টি নাটকেই দর্শকদের সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সোহেল আরমান বাংলানিউজকে বলেন, ‘দু'টি নাটকই মূলত টেলিভিশনের জন্য নির্মাণ করেছিলাম। তবে আমার টার্গেট ছিল অনলাইনের দর্শকদের। এর আগে আমার কোনও নাটক এতো কম সময়ে ১ মিলিয়ন ভিউ পাইনি। দুই নাটকে দর্শকের এতো সাড়া পাবো আগে ভাবিনি। ’

‘‘এখন অনলাইনে প্রচুর দর্শক নাটক দেখেন। আর যারা টিভিতে দেখার সময় পান না, তারাও যখন ইচ্ছে দেখে নিতে পারেন। আসলে এই কথা মাথায় রেখেই কাজগুলো করেছি। খুব শিগগিরই ‘নয় অভিনয় টু’ নির্মাণ করবো,’’ যোগ করেন তিনি।

‘নয় অভিনয়’ ও ‘মাফলার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। গল্প লিখেছেন সোহেল আরমান নিজেই। প্রযোজনা করেছেন মনিরুল ইসলাম মনির।

**‘নয় অভিনয়’ নাটক

**‘মাফলার’ নাটক

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।