ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এডিসি তৌহিদের গান 'একুশ আমার চেতনা'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এডিসি তৌহিদের গান 'একুশ আমার চেতনা' তৌহিদ ইথুন

ঢাকা: পেশায় একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তা। অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে। বরাবরের মতোই কর্মক্ষেত্রে সফলতার ছাপ রেখেছেন বহুবার।

কর্মস্থলে তৌহিদুল ইসলাম নামে পরিচিত এই পুলিশ কর্মকর্তার এর বাইরেও আরেকটা পরিচয় রয়েছে। ছোটবেলা থেকেই ভালোবাসেন গান গাইতে।

চর্চার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পেশাগত জীবনের ব্যস্ততায় সেই ধারাবাহিকতায় ভাটা পড়েছে। তবে নিয়মিত বিরতিতে বিভিন্ন সময় নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গানের জগতে। যেখানে গায়ক তৌহিদ ইথুন নামে রয়েছে তার এক আলাদা পরিচিতি।

অমর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে এবার 'একুশ আমার চেতনা' শীর্ষক গান নিয়ে তিনি হাজির হয়েছেন শ্রোতাদের সামনে। গত ১৮ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটির কথা ও সুর করেছেন তৌহিদ ইথুন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির দৃষ্টিনন্দন ভিডিওতে উঠে এসেছে ভাষা আন্দোলন এবং এর পটভূমির নানা দৃশ্য।

এ বিষয়ে তৌহিদ ইথুন বলেন, একুশ নিয়ে আসলে আমাদের খুব বেশি গান নেই। আর কাজও করি মূলত দেশের জন্যই। তাই বাণিজ্যিক চিন্তা থেকে নয়, দেশের প্রতি ভালোবাসা থেকেই গানটা করেছি।

আরও বেশ কয়েকটি গানের কাজ চলছে। পর্যায়ক্রমে গানগুলো শ্রোতাদের সামনে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন গায়ক তৌহিদ ইথুন।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।