ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

অপূর্ব-মৌসুমীর ‘ভালোবাসা দাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
অপূর্ব-মৌসুমীর ‘ভালোবাসা দাও’ অপূর্ব ও মৌসুমী

টেলিভিশন নাটকের তরুণ পরিচালক আরিফ তার নায়ক টম ও ইউনিট নিয়ে নেপালে শুটিং করতে যান। একদিন পরের ফ্লাইটে নাটকের নায়িকার যাওয়ার কথা। এর ফাঁকে তারা শুটিংয়ের লোকেশন দেখে বের হন।

লোকেশন দেখতে গিয়ে নেপাল প্রবাসী বাংলাদেশি মেয়ে শিনার দিকে তাকিয়ে ভুল বশত নায়ক টম চোখ টিপ দিয়ে বসেন। এরপর বাধে বিপত্তি।

সঙ্গে সঙ্গে রেগে গিয়ে টমের গালে চড় মেরে বসেন শিনা। তবে তিনি জানতেন না যে, আসলে চোখ মারা টমের মুদ্রাদোষ!

এরপর কী ঘটলো, তা জানা যাবে খণ্ড নাটক ‘ভালোবাসা দাও’তে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে টম চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও শিনা চরিত্রে মৌসুমি হামিদ অভিনয় করেছেন। আরও রয়েছেন পীরজাদা হারুন, অবাক প্রমুখ।

ফ্যাক্টর থ্রি সলিউশনস্ প্রযোজনায় সম্প্রতি নেপালে ‘ভালোবাসা দাও’র শুটিং শেষ হয়েছে। নাটকটি শুক্রবার (১ মার্চ) নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৮টায় প্রচার হবে।

এই নাটকটি ছাড়াও নাজমুল রনি নেপালে ‘জাল’ নামের আরেকটি নাটকের শুটিং করেছেন। মমর রুবেল এর রচনায় এই নাটকটিও শুক্রবার রাত ৯টায় এসএ টিভির পর্দায় দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।