ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘বিউটি সার্কাস’র প্রথম ঝলকে হাজির জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মার্চ ১, ২০১৯
‘বিউটি সার্কাস’র প্রথম ঝলকে হাজির জয়া 'বিউটি সার্কাস'র একটি দৃশ্যে জয়া আহসান

সার্কাসের মঞ্চে অনেক উঁচু থেকে দড়িতে ভর করে দক্ষতার সঙ্গে মাটিতে নেমে এলেন বিউটি। করতালি দিয়ে দর্শক তাকে স্বাগতম জানালেন। বিউটির পাশ দিয়ে উড়ে গেলো অনেকগুলো পায়রা। এরপর দুই হাত ছড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, ‘আই লাভ ইউ’!

মাহমুদ দিদার পরিচালিত প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাসের প্রথম ঝলকে এভাবেই সবাইকে মুগ্ধ করে ধরা দিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটিতে তিনি বিউটি চরিত্রে অভিনয় করেছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রায় ১মিনিট দৈর্ঘ্যের টিজারটি অনলাইনে প্রকাশ পেয়েছে।

২০১৬ সালে ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হলেও আর্থিক জটিলতায় এটি আটকে ছিল। তবে সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়ে সম্পাদনার টেবিলে আছে বলে জানান নির্মাতা। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি সম্ভাবনা রয়েছে।

সরকারি অনুদানে ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু প্রমুখ।

**'বিউটি সার্কাস'র ফার্স্টলুক টিজার

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।