ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভোটকেন্দ্রের ভেতর সিসিটিভি, ভোটারদের সামনে মনিটর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ভোটকেন্দ্রের ভেতর সিসিটিভি, ভোটারদের সামনে মনিটর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নির্বাচন স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর সিসিটিভি লাগানো হয়েছে। মনিটর রাখা হয়েছে জনসম্মুখে। বিষয়টি নিয়ে অনেক ভোটার সন্তুষ্টিও প্রকাশ করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন কেউ কেউ। তবে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই চলছে নির্বাচন।

 

ভোটকেন্দ্রের ভোটারদের মধ্যে রয়েছে দারুণ উৎসাহ-উদ্দীপনা

ভোট দিতে আসা প্রবীণ অভিনেতা আকবর হোসেন পাঠান এমপি বাংলানিউজকে বলেন, সবসময় শিল্পী সমিতির নির্বাচন মানেই ছিল একটি উৎসব। এখনও উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে। প্রত্যাশা করি সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে এবং বিজয়ী যিনিই হোন না কেন, তাকে প্রতিদ্বন্দ্বীরা মেনে নেবেন। এ নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়।

ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোট। প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে র‌্যাবের তৎপরতা। শুধুমাত্র নির্ধারিত ভোটাররাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।