ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিশা ও মৌসুমীর মধ্যে একজনকে ভোট দিতে কষ্ট হয়েছে: অনন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
মিশা ও মৌসুমীর মধ্যে একজনকে ভোট দিতে কষ্ট হয়েছে: অনন্ত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিএফডিসির আকাশ যেন চলচ্চিত্র অঙ্গনের সব তারকার মহাসমাবেশে পরিণত হয়েছে। এদিন বিকেল সাড়ে চারটায় ভোট দিতে আসেন জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে শীতল পরিবেশে ভোট চলছে শিল্পী সমিতির। এই শীতল পরিবেশকে যেন উষ্ণ করে দিলেন জনপ্রিয় নায়ক-নায়িকা অনন্ত ও বর্ষা।

 

বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই নির্বাচনে ভোট দিতে যথারীতি হাজির হয়েছেন তারা।

ভোট দেয়া শেষে চিত্রনায়ক অনন্ত জলিল বাংলানিউজকে বলেন, আমরা সারা বছর দেখেছি কারা কাজ করেছেন। ভোট দেওয়ার সময় এই বিষয়টি আমলে রেখেছি। ভোটের পরিবেশ খুব সুন্দর। শুটিংয়ে আমার তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কারণে সেটা ক্যানসেল করেছি।  

তবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী শক্ত দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া আরও অনেকের মতোই অনন্তের কাছেও বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ভোট দিতে গিয়ে সভাপতি পদে মিশা ও মৌসুমীর মধ্যে একজনকে নির্ধারণ করা কঠিন ছিল। তবুও একজনকে দিতে হয়েছে।

শিল্পী সমিতি নিয়ে অনেক আশাবাদী চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। যারা জয়ী হবেন তারা তো বটেই এবং পরাজিতরাও চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে কাজ করবেন।

শেষ মুহূর্তে ভোট দিতে আসেন ঢালিউডের ‘কিং’ শাকিব খান

বিকেল সাড়ে চারটায় অনন্ত ও বর্ষা ভোট দিয়ে যখন বের হন, তখনও ভোটকেন্দ্রে ভোট চলছে। আর শেষ মুহূর্তে ভোট দিতে আসেন ঢালিউডের ‘নাম্বার ওয়ান শাকিব খান’।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।