ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বকবির পর জাতীয় কবির গান গাইলেন পড়শী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বিশ্বকবির পর জাতীয় কবির গান গাইলেন পড়শী পড়শী

গত সপ্তাহে সংগীতশিল্পী সন্ধির নিকেতনের স্টুডিওতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র একটি গানে কণ্ঠ দেন পড়শী। গানের শিরোনাম ‘আপনার চেয়ে আপন যে জন’। এর সংগীতায়োজনে সন্ধি।

এই গান প্রসঙ্গে পড়শী বাংলানিউজকে বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। কণ্ঠ দিয়েছি।

এখন সংগীতায়োজনের কাজ চলছে। গানের কাজ সম্পন্ন হওয়ার পর গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এরপর প্রকাশকাল চূড়ান্ত করবো। ’

পড়শীএর আগে ২০১৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণও যাহা চায়’ শিরোনামের গানটি প্রকাশ করেছিলেন পড়শি। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিশ্বকবির পর জাতীয় কবির গানটি করতে উৎসাহী হলেন এই গায়িকা। ’

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।