ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘মুন্না বদনাম হুয়া’ গানে ‘আইটেম বয়’ সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, ডিসেম্বর ১, ২০১৯
‘মুন্না বদনাম হুয়া’ গানে ‘আইটেম বয়’ সালমান খান নাচের মেঝেতে প্রভুদেবের সঙ্গে সালমান খান

ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম সেরা নৃত্যশিল্পী প্রভুদেব। এবার তার সঙ্গে নাচের মঞ্চে তাল মেলালেন সালমান খান। ‘দাবাং’ সিনেমার তুমুল জনপ্রিয় আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’র পরবর্তী আকর্ষণ ‘দাবাং ৩’ সিনেমায় ‘মুন্না বদনাম হুয়া’ নিয়ে এলেন সালমান খান। আপাতত ‘দাবাং ৩’ সিনেমার সবশেষ আকর্ষণ এটাই। 

একসময় নাচের মেঝেতে ঝড় তুলেছে মালাইকা অরোরার ব্যাপক সাড়া জাগানো ‘মুন্নি বদনাম হুয়ি’ আইটেম গানটি। ‘দাবাং’ সিনেমার সাফল্যে চুলবুল পাণ্ডের সঙ্গে এই গানটির অবদানও ছিল।

এবার ‘দাবাং ৩’ সিনেমায় চুলবুল পাণ্ডে চরিত্রের সালমান নিজেই ‘আইটেম বয়’ হিসেবে আবির্ভূত হচ্ছেন। আর সেই আইটেম গানে সাল্লুর সঙ্গে নেচেছেন ‘লাভযাত্রী’খ্যাত তারকা ওয়ারিনা হুসাইন এবং ড্যান্স আইকন প্রভুদেব।

গানটিতে সালমান খান দারুণ কিছু চ্যালেঞ্জিং ধাপে নেচেছেন। অন্তত প্রভুদেবের সঙ্গে তাল মেলানো তো চাট্টেখানি কথা না।

দেখুন ‘মুন্না বদনাম হুয়া’:

প্রভুদেব পরিচালিত এবং সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ৩’ চলতি বছরের ডিসেম্বরের ২০ তারিখে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।