শনিবার (৭ ডিসেম্বর) এলিফ্যান্ট রোডের ‘দীপনপুর’ ক্যাফে নীলার কণ্ঠের গান-ভিডিও ‘তুমি জানো না’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।
গানটির নতুন সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ও পরিচালক জয় শাহরিয়ার। আজব কারখানার নির্মাণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। শব্দ সংমিশ্রণ করেছেন ফরহাদ ও গিটার বাজিয়েছেন রাজিব।
নীলা মুখার্জি
নীলা মুখার্জি এই গান প্রসঙ্গে বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে, থাকি কলকাতায়। এর আগে কলকাতায় গান প্রকাশ পেলেও ঢাকায় এটাই আমার প্রথম কাজ। গানটি নিয়ে আমি বেশ আশাবাদি। ’গানটি সবাই দেখতে পাবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ওএফবি