ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বিক্ষোভের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জানুয়ারি ৯, ২০২০
বিক্ষোভের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন শ্রাবন্তী শ্রাবন্তী

নির্মাতা শামীম আহমেদ রনীর ‘বিক্ষোভ’ সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ফের ঢাকায় আসছেন এর নায়িকা শ্রাবন্তী।

সোমবার (৬ জানুয়ারি) থেকে ‘বিক্ষোভ’র শেষ লটের শুটিং শুরু হয়। এতে অংশ নিতে শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকায় আসছেন পশ্চিবঙ্গের দর্শকপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

সিনেমাটিতে তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান।

বর্তমানে রাজধানীর আফতাব নগরে ‘বিক্ষোভ’র দৃশ্যধারণ হচ্ছে। এতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনায় নির্মিত হচ্ছে এ সিনেমা।  

সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা শামীম আহমেদ রনী নিজেই। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

শ্রাবন্তী ছাড়াও এতে দেখা যাবে ভারতের সানি লিওনিকে। এতে তিনি আইটেম গানে অংশ নিয়েছেন। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল ‘বিক্ষোভ’র প্রথম ধাপের শুটিং।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।