ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

গানচিত্রে মিলন-মৌ’র ‘তোর প্রেমে পড়তে চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, মে ২২, ২০২০
গানচিত্রে মিলন-মৌ’র ‘তোর প্রেমে পড়তে চাই’

ঈদ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও তাসলিমা জাহান  মৌ’র নতুন গান-ভিডিও ‘তোর প্রেমে পড়তে চাই’।  

প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব থেকে মুক্তি পেতে যাওয়া এ গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। অভি আকাশের সুরে এর সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

সুনামগঞ্জের তাহেরপুর নিলাদ্রির মনোরম লোকেশনে চিত্রায়িত গানটির চিত্রায়ণ ও পরিচালনা করেছেন বিকাশ সাহা।  

নতুন এই গান প্রসঙ্গে মৌ বলেন, ‘করোনা পরিস্থিতির আগেই বেশ ক’টি অডিও গানের কাজ কমপ্লিট ছিল। এর মধ্যে কয়েকটি ভিডিওর কাজও শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি পেছানো হলেও সাউন্ডটেক থেকে ঈদ স্পেশাল হিসেবে মুক্তি পাচ্ছে। প্রিয় গীতিকার আহমেদ রিজভীর কথায় প্রথমবারের মতো কাজ করতে পেরে দারুণ লেগেছে। মিলনের সঙ্গেও এটাই প্রথম কাজ। আশা করছি শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না। ’

মিলন বলেন, ‘আমার বেশ কয়েকটি সলো ট্র্যাক রেডি আছে। কয়েকটি শিগগিরই বের হওয়ার কথা। আর এই গানটি একটু অন্যরকম হয়েছে। চমৎকার রোমান্টিক ফিলের একটি গান। বাকিটা শ্রোতাদের হাতে। ’ 

ঈদ আয়োজনের এ গানের ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে মিলন ও মৌকে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।