বৃহস্পতিবার (৪ জুন) মুম্বাইয়ের অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিল সুরি। অনলি সুরির ভাই রাজিব সুরি জানান, ২ জুন থেকে জ্বরে ভুগছিলেন তিনি।
সবশেষ বুধবার (৩ জুন) অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে জানতে পারেন, অনিল সুরি করোনায় আক্রান্ত। সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার ভেন্টিলেটরে রাখা হয়। এদিনই সন্ধ্যা ৭টায় মারা যান তিনি।
বেশ কিছু হিন্দু সিনেমা প্রযোজনা করেছেন অনিল সুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘রাজ তিলক’ ও ‘কর্মযোগী’। এছাড়া তিনি সদ্য প্রয়াত বাসু চ্যাটার্জি পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমাটিও প্রযোজনা করেন। বৃহস্পতিবার (৪ জুন) প্রয়াত হন বাসু চ্যাটার্জিও।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০২০
ওএফবি