ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রিচার্ড ডকিনস পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ৮, ২০২০
রিচার্ড ডকিনস পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার

রিচার্ড ডকিনস পুরস্কারে ভূষিত হলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার। প্রথম ভারতীয় হিসেবে তিনি এ সম্মাননা পেলেন।

সমালোচনা, ধার্মিক মতবাদ নিয়ে সুবিবেচনা, মানবজাতির অগ্রগতি এবং মানবতাবাদী মূল্যবোধের কারণে জাভেদ আখতারকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

জাভেদ আখতারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি এমন প্রাপ্তিতে স্বামীকে অভিনন্দন জানিয়েছেন।

টুইটারে তিনি লেখেন, চমৎকার সংবাদ পেলাম। অভিনন্দন জাভেদ আখতার। বীরত্বের জন্য আপনি পুরস্কারটি জিতেছেন।

এছাড়া অভিনেতা অনিল কাপুর, অভিনেত্রী দিয়া মির্জা, উর্মিলা মাতন্ডকরসহ অনেক বলিউড তারকা জাভেদ আখতারকে এমন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন।

জাভেদ আখতার নানা সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এবং ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন। যা নিয়ে প্রচুর আলোচনা হয়। তবে তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অনেকবার। কিন্তু সমালোচকের চেয়ে তার অনুরাগীই বেশি দেখা যায়।

প্রখ্যাত ব্রিটিশ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং বিজ্ঞান লেখক রিচার্ড ডকিনসের নামে ২০০৩ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। জাভেদ আখতারের আগে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে বিল মাহের এবং ক্রিস্টোফার হিচেনস'র মতো ব্যক্তিত্বদের।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।