এ সময় তিনি বলেন, চলমান দুর্যোগে চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সদস্যরাও জীবনবাজি রেখে দুর্যোগকালিন সময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। চলমান দুর্যোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইতিমধ্যে শহীদ হয়েছেন ১৯ জন বীর পুলিশ সদস্য।
করোনার কারণে সৃষ্ট এ দুর্যোগের শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে গানবাংলা পরিবার। দুর্যোগের শুরুতে মানুষের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে গান-কথায় সচেতনতা তৈরিতে দেশ-বিদেশের খ্যাতনামা শতাধিক শিল্পীর অংশগ্রহণে নিয়মিত অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান করে তারা।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন মাধ্যমে বিপদগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
ওএফবি