ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে একে একে বাতিল হয়েছে বিশ্বের বড় বড় সব চলচ্চিত্র উৎসব। তবে করোনা ও আম্পান মোকাবিলা করতে থাকা পশ্চিমবঙ্গে সীমিত পরিসরে হলেও শুরু হচ্ছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

প্রতিকূল পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগ ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু করোনার কালবেলায় স্বাভাবিকভাবেই খরচের ব্যাপারে কাটছাঁট করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলেও অনুষ্ঠানের জৌলুস সেরকমভাবে থাকছে না। এই করোনা পরিস্থিতির জন্য কোনোপ্রকারে উৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে খরচ কমানোর কথা ভাবা হচ্ছে। মূলত আন্তর্জাতিক উৎসব আয়োজক সংস্থা ‘ফিয়াপ’-এর নিবন্ধন অক্ষুন্ন রাখতে গেলে উৎসব হওয়াটা জরুরি। সেজন্যই এই সিদ্ধান্ত।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) চলচ্চিত্র উৎসব কমিটির প্রথম একটি বৈঠক হয়েছে। দু’জন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এবং উৎসব পরিচালক রাজ চক্রবর্তী-সহ কোর কমিটির কিছু সদস্য।

আপাতত উৎসবের দিন নির্ধারিত হয়েছে ৫ থেকে ১২ নভেম্বর। এবার প্রদর্শিত সিনেমার সংখ্যা অনেকটাই কমানো হবে। তবে উৎসবে দেশ-বিদেশের অতিথি ও বিচারকদের আসার ব্যাপারটাও এখনও অনিশ্চিত রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।