ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শুক্রবার থেকে শিশুতোষ ধারাবাহিক ‘বোকা ভূত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ১৬, ২০২০
শুক্রবার থেকে শিশুতোষ ধারাবাহিক ‘বোকা ভূত’

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে শিশুতোষ ধারাবাহিক নাটক ‘বোকা ভূত’। আগামী শুক্রবার (১৭ জুলাই) থেকে নাটকটি টেলিভিশনের পর্দায় প্রচার হতে যাচ্ছে।

৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে ‘বোকা ভূত’র গল্প। এই পরিবারের ছোট ছেলে-মেয়েরা খুব হাসি আনন্দের মাঝে সময় কাটায়।

তারা একটা ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠায়। ক্লাবের নাম দিয়েছে ‘রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব’। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানান রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড।  এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম. আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক পৃথিবী, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি ও খায়রুল হুদা খানসহ অনেকে।

প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১০টায়, দুপুর দেড়টায় এবং রাত সাড়ে ৮ টায় দুরন্ত টেলিভিশনে ‘বোকা ভূত’র প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।