গত ১৭ জুলাই ঢাকা থেকে গাজীপুরের পুবাইলে শুটিংয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শাহানাজ খুশি। তাকে বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও নিতান্তই অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি ও তার গাড়ি চালক।
সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে খুশি জানান বর্তমানে তিনি ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছি। তবে মানসিকভাবে বিপর্যস্ত।
খুশী ফেসবুকে লেখেন, গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েও, সে গাড়ির মধ্যে থেকে আমি এবং ড্রাইভার দুজনেই বেঁচে আছি কীভাবে! এটা মনে হলেই অসুস্থ হয়ে পড়ছি। দুদিন আমার ফোন বন্ধ ছিল। আমি গতকাল ফোন চালু করে আপনাদের ভালোবাসা দেখে অঝোরে কেঁদেছি। আমি বুঝতে পারছি সৃষ্টিকর্তার অশেষ কৃপা, আর আপনাদের এই অকৃত্রিম অপার ভালবাসার জোর- দুই মিলে আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। আমার কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে,আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে।
সবার উদ্দেশ্যে তিনি লেখেন, আপনারা আমার ইনবক্সে, পোষ্টে ও আমার পরিবারকে ফোন করে যে ভালোবাসা দিয়েছেন, আমার জীবন ফিরে পাবার জন্য সৃষ্টিকর্তার কাছে আমার কণ্ঠ হয়ে যে কৃতজ্ঞতা জানিয়েছেন- তা আমার জীবনে ঘুরে দাঁড়াবার শক্তি হয়েছে। আমি ও আমার পরিবার জ্ঞানত- কোন অন্যায় বা লোভে কোন খারাপ কাজ কখনো করিনি। আপনারা দোয়া করবেন, যেন সেটা কখনো না করি। দেশের ক্ষতি না করি। আপনাদের এ ভালোবাসার মর্যাদা রাখতে পারি।
ঘটনা প্রসঙ্গে খুশী লেখেন, আমি মানসিকভাবে খুব অসুস্থ। নিজের চিৎকার এখনো নিজের কানে ফিরে ফিরে আসছে...যারা জানতে চেয়েছেন আমার গাড়ি ওভার স্পিডে ছিল কিনা; তাদের বলছি, কাভার্ড ভ্যানকে সাইড দেওয়ার জন্য গাড়ি সম্পূর্ণ থেমে ছিল। থামা গাড়ির উপরই লেন থেকে বের হয়ে এসে উপর তুলে দিয়েছে। কাভার্ড ভ্যান ও ড্রাইভার সবই ধরা পড়েছে।
আরও পড়ুন>> ক্ষতিপূরণ নয়, জীবনের নিরাপত্তা চাই: শাহানাজ খুশি
ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, এমন দুর্ঘটনা তো অহরহই হচ্ছে। আমি তো মারা যাইনি। মারা গেলেও খুব বেশি কিছু হতো না। শুধু নিউজগুলোর হেড লাইন বদলে লেখা থাকতো, ‘সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রিয় অভিনয়শিল্পী শাহানাজ খুশী’।
গত শুক্রবার (১৬ জুলাই) ঈদের নাটক ‘নসু ভিলেন’-এর শুটিংয়ের জন্য পুবাইল যাচ্ছিলেন শাহানাজ খুশী। কিন্তু যাওয়ার পথে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। শুটিংয়ের ক্ষতির কথা চিন্তা করে তিনি দুর্ঘটনার পরও শুটিংয়ে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম