গেল শতকের পঞ্চাশের দশকের জনপ্রিয় জাজ সংগীতশিল্পী ও সফল অভিনেত্রী অ্যানি রস ৮৯ বছর বয়সে মারা গেছেন।
এই গায়িকার ব্যবস্থাপক জিম কোলম্যান ওয়াশিংটন পোস্টকে জানান, ৯০তম জন্মদিনের মাত্র ৪ দিন আগেই এই বিনোদন তারকা নিউ ইয়র্কে তার বাড়িতে মৃত্যুবরণ করেন।
জাজ সংগীতের সম্মানিত ত্রয়ী ছিলেন ল্যাম্বার্ট, হেনড্রিকস ও রস। ১৯৫২ সালের সুপারহিট ‘টুইস্টেড’র জন্য এই ত্রয়ী সর্বাধিক পরিচিত পান। গানটির সুর করেছিলেন স্যাক্সোফোনিস্ট ওয়ার্ডেল গ্রে, আর লিখেছিলেন অ্যানি রস। এর এক দশক পরে এই ত্রয়ি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন তাদের ‘হাই ফ্লাইং’ অ্যালবামের জন্য।
এরপর একসময় রস তার দলকে ছেড়ে দেন। বিয়ে করেন ইংলিশ অভিনেতা সিন লিঞ্চকে। তার জীবনে একের পর এক নাটকীয়তা আসে। একসময় তিনি জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন।
১৯৭৯ সালের ‘ইয়াঙ্কস’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে রস পরিচিতি পান। এরপর ‘সুপারম্যান থ্রি’তে ভিলেন হিসেবে ধরা দেন তিনি। এছাড়াও ‘থ্রো মমা ফ্রম দ্য ট্রেইন’ এবং রবার্ট আল্টম্যানের ‘শর্ট কাটস’ সিনেমায় অভিনয় করে রস তার নতুন ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হয়েছিলেন।
২০১৪ সালে বিলি হলিডে’কে উৎসর্গ করে তার শেষ অ্যালবাম ‘টু লেডি উইথ লাভ’ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এমকেআর