ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হওয়ার সংবাদ মিথ্যা, বললেন অমিতাভ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
করোনামুক্ত হওয়ার সংবাদ মিথ্যা, বললেন অমিতাভ  অমিতাভ বচ্চন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।  তবে অমিতাভ এখনো করোনামুক্ত নন বলে তিনি নিজেই টুইট বার্তায় জানিয়েছেন।

এছাড়া এটি জানিয়ে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।  

অমিতাভ বচ্চন একটি সংবাদ শেয়ার করে টুইটারে লেখেন, ‘এই প্রতিবেদনটি ভুল, দায়িত্বজ্ঞানহীন, মিথ্যা এবং অমার্জনীয় ভুল। ’

গত ১১ জুলাই ৭৭ বছর বয়সী অমিতাভ টুইটারে জানান তিনি করোনা পজিটিভ। এরপর জানা যায় তার স্ত্রী জয়া বচ্চন ছাড়া পরিবারের সবাই করোনা আক্রান্ত।

তখন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। পরে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যকেও হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।