যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান ‘হৃদিতা’ সিনেমার জন্য চলতি বছর সরকারি অনুদান পেয়েছেন। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সুমন ও পূজা সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরিচালকদ্বয় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে পরিচালক এম এম ইস্পাহানী বাংলানিউজকে বলেন, সময়োপযোগী নির্মাণ দিয়ে আমরা দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে যাচ্ছি। সুমন ও পূজা এ সময়ের জনপ্রিয় মুখ। গল্পের চরিত্রের সঙ্গেও তাদের দুজনকে দারুণ মানাবে। দর্শকদের জন্য আরো কিছু চমক অপেক্ষা করছে।
এদিকে ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করা নিয়ে এবিএম সুমন রয়েছেন আলোচনায়। তিনি প্রথমবার ইস্পাহানী আরিফ জাহান ও পূজা চেরির সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। রোমান্টিক গল্পে এটি নির্মিত হচ্ছে। তাদের দুজনকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে।
এবিএম সুমন বলেন, কোনো সিনেমায় কাজ করার আগে এর গল্প আমি ভালো করে শুনি। যদি গল্প ভালো লাগে বা আনুষঙ্গিক সবকিছু পছন্দ হয়, তখনই আমি চুক্তিবদ্ধ হয়। ‘হৃদিতা’র গল্প এক কথায় অসাধারণ। শুটিং শুরু হওয়ার দুই মাস সময় আছে। চরিত্রটির জন্য এখন নিজেকে তৈরি করবো। আশা করছি, দর্শকের জন্য ভালো একটি সিনেমা অপেক্ষা করছে।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে ‘হৃদিতা’ নির্মিত হবে। আগামী অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা ও ব্যাংকে এর শুটিং হবে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
জেআইএম/ওএফবি