ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ইনোলা হোমস: শহরে নতুন গোয়েন্দার আগমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ২৬, ২০২০
ইনোলা হোমস: শহরে নতুন গোয়েন্দার আগমন

এবার দুর্ধর্ষ গোয়েন্দা শার্লক হোমসের বোনের আগমন ঘটলো। ‘ইনোলা হোমস’ ট্রেলারেই রীতিমতো চমক দেখালেন শার্লকের সুযোগ্য বোন ইনোলা হোমস।

 

ইনোলা হোমস চরিত্রে অভিনয় করেছেন ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী মিলি ববি ব্রাউন। তাদের মায়ের চরিত্রে হেলেনা বোনহ্যাম কার্টার এবং ভাই শার্লক হোমস রূপে আছেন হেনরি ক্যাভিল। আর যেমন রহস্য ঘিরে সিনেমাটি গড়ে উঠেছে তাতে শার্লক হোমসের ভক্তরা নিঃসন্দেহে এটা পছন্দ করবেন।

সিনেমাটির ট্রেলারে ইনোলার জীবনের প্রেক্ষাপটের সঙ্গে মা ও বিখ্যাত গোয়েন্দা ভাইয়ের সঙ্গে সম্পর্কটাও সংক্ষেপে তুলে ধরা হয়েছে। একসময় ইনোলার মা হারিয়ে যায়। ভাই শার্লক ও মাইক্রফ্ট বোনকে বলে এসব না ভেবে স্কুলে ফিরে গিয়ে পড়াশুনা শেষ করতে, যাতে ইনোলা সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। কিন্তু তাতে তার মন সায় দেয় না। বরং মাকে খুঁজতেই তৎপর হন তিনি। তার বেপরোয়া দুঃসাহসিকতা মন ছুঁয়ে যাবে দর্শকের।

ইতোপূর্বে শার্লক হোমস রূপে বেশ কয়েকজন অভিনেতাকে দেখা গেছে। এদের মধ্যে বেনেডিক্ট কাম্বারব্যাচ ও রবার্ট ডাউনি জুনিয়র সবচেয়ে জনপ্রিয় দুই অভিনেতা। এবার হেনরি ক্যাভিলও এ তালিকায় যোগ হলেন।  

‘ইনোলা হোমস’ পরিচালনা করেছেন ‘ফ্লিব্যাগ’ ও ‘কিলিং ইভ’খ্যাত নির্মাতা হ্যারি ব্রাডবিয়ার। ন্যান্সি স্প্রিনজার রচিত ‘দ্য ইনোলা হোমস মিস্টারিস’ সিরিজ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। আসছে সেপ্টেম্বরের ২৩ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।