ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে কঙ্গনার তুলনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে কঙ্গনার তুলনা

একের পর এক বিস্ফোরক মন্তব্য ও মতামত দিয়ে আলোচনায় আছেনই কঙ্গনা রনৌত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড মাফিয়া নিয়ে সরব হয়েছেন তিনি।

এবার মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আবারও তুমুল বিতর্কের জন্ম দিলেন তিনি।  

কঙ্গনাকে বলা হয় ‘বলিউড কুইন’। এই ইন্ডাস্ট্রি কখনও নিরাশ করেনি তাকে। অন্তত তার ক্যারিয়ার সেরকমই বলে। যদিও তার মনে চাকচিক্যে মোড়া এই বি-টাউনের জন্য জমেছে অভিমানের পাহাড়। কখনও তা ঝরে পড়ে নালিশের সুরে, কখনও আবার তা উঁকি দেয় তার টুইটারের দেয়ালে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু যেন সেই আগুনেই আরও ঘি ঢেলেছে।  

বলিউড থেকে রাজনীতি— কঙ্গনার ক্ষোভের নিশানায় আছে অনেক বড় বড় নাম। ফলশ্রুতিতে তারপর থেকেই নানা হুমকি পাচ্ছেন তিনি। মুম্বাই শহরে মোটেই সুরক্ষিত বোধ করছেন না। তিনি লেখেন, গুন্ডা-মাফিয়াদের থেকেও এ মুহূর্তে তিনি মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন বেশি। তাই সুরক্ষা চাইতে হলে তিনি সোজা হিমাচল প্রদেশ সরকার বা কেন্দ্রের থেকেই চাইবেন। কিন্তু কোনও ভাবেই মুম্বাই পুলিশের দ্বারস্থ হবেন না।

মুম্বাই পুলিশকে নিয়ে কঙ্গনার ওই টুইটের পর তিনি আবারও লেখেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুম্বাই শহরে না ফেরার। এরই প্রেক্ষিতে কঙ্গনা জানান, কেন তার এই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে।

এই টুইট আবারও নতুন করে জন্ম দেয় বিতর্কের। মুম্বাই পুলিশকে ছোট করার জন্য অনেকেই ক্ষোভ উগড়ে দেন ‘মণিকর্ণিকা’র উপর। এই সুযোগ হাতছাড়া করেননি আরেক ‘ঝগড়াটে’ স্বরা ভাস্কর। কঙ্গনাকে খোঁচা দিয়েই তিনি একটি টুইট করেন। মুম্বাই পুলিশকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়ে স্বরা লেখেন, তিনি অন্য শহর থেকে এসে এখানে অনেক বছর ধরে একা থেকে কাজ করছেন। কাজ করার জন্য তার কাছে মুম্বাই সব থেকে নিরাপদ জায়গা।

কঙ্গনার সঙ্গে স্বরার টুইটের যুদ্ধ নতুন নয়। এর আগে কঙ্গনা তাকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলেও কটাক্ষ করছিলেন। তাই স্বরা তাকে এক আঙুল জমি ছাড়তেও রাজি নন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।